ট্রাইব্যুনাল-এ চার নায়িকা, থাকছেন কে কে?

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। নতুন খবর, শুটিংয়ের ৭৫ শতাংশ শেষ হয়েছে; সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদেই মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।
পরিচালকের ভাষ্য, ছবিটি একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে। বলেন, ‘ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে। তবে পোস্ট-প্রডাকশনের প্রয়োজনে সময় বাড়ানোও হতে পারে।’
আগে শুধু নুসরাত ফারিয়ার নাম জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে পুরো টিম। ছবিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন ফারিয়া; লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা চরিত্রটি মামলার আসামিপক্ষের হয়ে লড়বেন।
এ ছাড়াও অভিনয়ে থাকছেন, তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।
ডিএ