‘ধুরন্ধর’ নিয়ে কটাক্ষের জবাব দিলেন পরিচালক সঞ্জয়

বলিউডে আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সদ্য মুক্তি পাওয়া ছবি 'ধুরন্ধর'। ছবির সাফল্য ও বিতর্ক দুই-ই চলছে সমান তালে। অনেক তারকা এই ছবি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন, সেই তালিকায় রয়েছেন খ্যাতিমান পরিচালক সঞ্জয় গুপ্তও।
'কাঁটে' ও 'শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা'-এর মতো হিট ছবির এই নির্মাতার মন্তব্য ঘিরেই নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি 'ধুরন্ধর' দেখার পর নিজের অনুভূতি প্রকাশ করেন সঞ্জয় গুপ্ত। ছবিটির ভূয়সী প্রশংসা করলেও তিনি পরোক্ষভাবে একটি কটাক্ষ ছুঁড়ে দেন।
ছবিটি দেখে তিনি যে দারুণ উপভোগ করেছেন, সে কথা স্বীকার করে নিয়েও সঞ্জয় তার পোস্টে লেখেন, ‘এই ছবি পুরোপুরি ‘ওয়ান ম্যান শো’। তিনি হলেন আদিত্য ধর। তবে আমি ওই প্রোপাগান্ডা নিয়ে একটুও আগ্রহী নই। ছবির গান ভালো লেগেছে। সকলকে শুভেচ্ছা।’
সঞ্জয়ের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তার দিকে কড়া সমালোচনা ধেয়ে আসে। অনেক নেটিজেন তাকে উদ্দেশ্য করে নানা আপত্তিকর মন্তব্যও করেন। অবশ্য, ছবির পরিচালক তার পোস্টের নিচে সঞ্জয় গুপ্তকে ধন্যবাদ জানান।
তবে সেখানেই নেটিজেনরা একের পর এক মন্তব্য লিখতে থাকেন সঞ্জয়কে উদ্দেশ্য করে। এই সমালোচনায় মোটেই বিচলিত নন সঞ্জয় গুপ্ত। তিনি জবাব দিয়েছেন সমালোচকদের।
সঞ্জয় বলেন, ‘একদল মূর্খ আমাকে গালাগাল করছে এই মন্তব্যের জন্য। বিষয়টি খুবই অদ্ভুত লাগছে। আমি আসলে বলতে চেয়েছিলাম, এই ছবিতে বিশেষ কোনো ‘প্রোপাগান্ডা’ নেই। অথচ তারা আমাকে ভুল বুঝে গালি দিচ্ছে।’
এমআইকে