পোস্ট দেখে আর্থিক সাহায্য, প্রতারণার শিকার অভিনেতা

মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারছেন না অর্থাভাবে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির এমন করুণ আবেদন দেখে মুহূর্তেই মন গলেছিল তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারের। দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারলেন, পুরো বিষয়টিই ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা।
ঘটনাটি ঘটে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার)। সেখানে এক ব্যক্তি তার মৃত মায়ের ছবি পোস্ট করে সৎকার করার জন্য আর্থিক সহায়তা চান। পোস্টটি নজরে আসতেই জি ভি প্রকাশ কুমার জিপি (G-Pay) মাধ্যমে সে ব্যক্তিকে ২০ হাজার টাকা পাঠান।
টাকা পাঠানোর পর অভিনেতা তার বন্ধুদের বিষয়টি জানালে তারা তাকে সতর্ক করেছিলেন। অপরিচিত কাউকে এভাবে টাকা না দেওয়ার পরামর্শ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
পরবর্তীতে নেটিজেনদের অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই ব্যক্তির মা আসলে ২০২২ সালেই মারা গেছেন। সেই পুরোনো ছবি ব্যবহার করেই তিনি দীর্ঘদিন ধরে মানুষের আবেগকে পুঁজি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
অনেকে প্রকাশ কুমারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেও এখন পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা সাধারণ মানুষকে অনলাইনে অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।
এমআইকে