কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবোরকোন্ডা ও রাশমিকা মান্দানা কি তবে সত্যিই ছাদনাতলায় বসছেন? দীর্ঘদিনের লুকোচুরি আর গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার তাদের বিয়ের সানাই বাজার সুর শোনা যাচ্ছে। বলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই চর্চিত যুগল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয় ও রাশমিকা। রাজকীয় আভিজাত্যে মোড়ানো রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এরপর হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এই নবদম্পতি। গোপন প্রেম ও আংটির রহস্য বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। একাধিকবার তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ড বা লোকেশন দেখে নেটিজেনরা বারবার তাদের প্রেমের প্রমাণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি উভয়ের অনামিকায় দামী আংটি দেখে অনুরাগীদের মনে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। যদিও বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ কুলুপ এঁটে রেখেছেন এই দুই তারকা।
উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা। কিন্তু এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। ইন্ডাস্ট্রির অনেকের মতে, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই বিজয়-রাশমিকা নিজেদের বর্তমান সম্পর্ক নিয়ে জনসম্মুখে অতটা সরব হতে চাইছেন না।
এমআইকে