বিজয়ের সঙ্গে বিয়ের খবরে যা বললেন রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার সেই গুঞ্জন ডালপালা মেলেছে পরিণয়ের খবরে। আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। আয়োজনটি হবে ঘরোয়াভাবে, যেখানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।
রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দারাবাদে ফিরে চলচ্চিত্র জগতের সহকর্মীদের নিয়ে বড়সড় বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন এই জুটি। সরাসরি স্বীকার না করলেও মাঝে মাঝেই তাদের একসঙ্গে ছুটি কাটানোর ছবি ও ভিডিও ভক্তদের নজর এড়ায়নি।
কদিন আগেই রোম থেকে ঘুরে এসেছেন তারা। নেটিজেনদের ধারণা, বিয়ের আগের এই সময়টা একান্তে কাটাতেই তারা বিদেশ পাড়ি দিয়েছিলেন। এমনকি সাম্প্রতিক সময়ে দুজনের অনামিকায় দামী আংটিও ভক্তদের মনে সন্দেহের দানা আরও পাকাপোক্ত করেছে।
অবশেষে বিয়ের এই জোরালো গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন বার বার করছেন এবং কোনো সুখবরের জন্য অপেক্ষায় আছেন। কিন্তু আমি এই বিষয়টি নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি সত্যি বলার মতো সময় আসবে।’
যদিও সরাসরি বিয়ের তারিখ বা আয়োজনের কথা স্বীকার করেননি রাশমিকা, তবে তার এই রহস্যময় উত্তর ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারির প্রেমর মাসেই কি তবে এই দুই প্রিয় তারকার চার হাত এক হতে চলেছে? উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে অনুরাগীদের।
এমআইকে