‘বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম’

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তরুণ প্রজন্মের এই হার্টথ্রব তার হাস্যরসাত্মক স্বভাবের জন্য বেশ পরিচিত। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন এই তারকা। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। আর সেখানেই নিজের বোনের বিয়ে নিয়ে এক মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে সবাইকে হাসিতে ভাসিয়েছেন কার্তিক।
কপিল শর্মার সঙ্গে আড্ডায় কার্তিক জানান, বোন কৃতিকা তিওয়ারির বিয়েতে তিনি নাকি পরিবারের সদস্য হিসেবে নয়, বরং ‘অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন! অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমার বোন আর মা মিলেই বিয়ের সব আয়োজন সামলেছেন। সেখানে আমার কাজ ছিল কেবল উপস্থিত থেকে আনন্দ করা।’
তার কথায়, ‘আমি আমার নিজের বোনের বিয়েতে কোনো পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম। অথচ বিনিময়ে বোন আমাকে একটি টাকাও দেয়নি।’ পর্দার ‘রুহ বাবা’র মুখে এমন কথা শুনে কপিলের সেটজুড়ে হাসির রোল পড়ে যায়।
মজার ছলে বলা হলেও, এই আড্ডায় কার্তিক এবং অনন্যা বর্তমান প্রজন্মের সম্পর্কের জটিলতা ও ভালোবাসার সমীকরণ নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করেন। তারা জানান, আজকের তরুণ-তরুণীরা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সচেতন ও সংবেদনশীল।
অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল কিকু শারদা ও কৃষ্ণা অভিষেকের কমেডি পারফরম্যান্স। কিকু শারদা ‘সোনা’ নামক নিরাপত্তাকর্মী এবং কৃষ্ণা অভিষেক ‘মোনালিকা’ সেজে দর্শকদের বিনোদন দেন। অন্যদিকে কার্তিক আরিয়ানকেও তার জনপ্রিয় ‘রুহ বাবা’ চরিত্রে কিছু মুহূর্তের জন্য অভিনয় করতে দেখা যায়, যা পুরো পর্বটিতে বাড়তি মাত্রা যোগ করে।
এমআইকে