গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা

শীতের আমেজে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন টলিউড তারকারা। সম্প্রতি ভারতের মথুরাপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন বলিউডের এক সময়ের 'ড্যান্সিং কিং' গোবিন্দ। তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল সেই একই মঞ্চে টলিউড সেনসেশন ইধিকা পালের উপস্থিতি।
বলিউডের প্রভাবশালী এই অভিনেতার সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। নিজের অনুভূতি ভাগ করে নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে তার সিনেমা দেখে আর গান শুনে বড় হয়েছি। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে মঞ্চে থাকাটা আমার জন্য অত্যন্ত উত্তেজনার ছিল। অভিজ্ঞতাটি এক কথায় অসাধারণ।’
ইধিকা আরও জানান, কেবল মঞ্চ ভাগ করাই নয়, গোবিন্দর জনপ্রিয় গানের তালে পা মেলানো ছিল তার কাছে উপরি পাওনা। আলাপচারিতার এক পর্যায়ে গোবিন্দ ইধিকার ‘কিশোরী’ গানটির প্রশংসা করেন এবং তার আগামী কাজের জন্য শুভকামনা জানান।
প্রিয় তারকার মুখ থেকে নিজের কাজের প্রশংসা শুনে আপ্লুত ইধিকা বলেন, ‘উনি আমার গান শুনেছেন এবং প্রশংসা করেছেন- এটি শোনার পর আমার কাজের উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছে।’
উল্লেখ্য, ‘খাদান’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইধিকা পাল। ছবির গানগুলো এখনো দর্শকদের মুখে মুখে ঘোরে। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের সঙ্গে তার জুটি এবং সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স এবং ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
এমআইকে