পারিবারিক গল্পে ভৌতিক রহস্য, আসছে তারকাবহুল ‘আঁতকা’

নতুন বছরের শুরুতেই বিশেষ চমক নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘আঁতকা’। পারিবারিক গল্পের আবহে তৈরি এই সিরিজে দর্শকদের জন্য রাখা হয়েছে এক ভৌতিক গল্পের রহস্য।
রাবা খানের গল্প ও চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নির্মাতা জানান, সিরিজটির গল্পে রহমান পরিবারের অদ্ভুত সব কর্মকাণ্ড, তাদের স্বপ্ন এবং একটি রহস্যময় ভূতের গল্প রয়েছে।
সিরিজটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। বড়দের চরিত্রে আছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, তুষার খান ও মৌসুমী নাগের মতো গুণী শিল্পীরা। তরুণ প্রজন্মের মধ্যে রয়েছেন আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল ও ফারিহা রহমানসহ আরও অনেকে।
সম্প্রতি এক আড্ডায় সিরিজের অভিনয়শিল্পীরা শুটিংয়ের মজার সব অভিজ্ঞতা শেয়ার করেন। প্রবীণ অভিনেতা আবুল হায়াত জানান, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করে তিনি বেশ আনন্দ পেয়েছেন। অন্যদিকে রোজী সিদ্দিকী জানান, শুটিং সেটে মজা করেছেন যে পরিচালক হাসি থামিয়ে শট নেওয়ার জন্য অনুরোধ করতেন।
এদিকে, ছোট পর্দায় নিয়মিত হলেও ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম জুটি হিসেবে অভিনয় করলেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। সহ-শিল্পী সুনেরাহ সম্পর্কে আরশ বলেন, সুনেরাহর সাথে আগে অনেক কাজ করলেও এই সিরিজে তাকে একদম ভিন্ন লুকে পাওয়া যাবে।
ডিএ