তাহসানের সব স্মৃতি মুছলেন রোজা

ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর বিনোদন জগতে ছিল টক অব দ্য টাউন।
কিন্তু সেই নতুন শুরুর রেশ কাটতে না কাটতেই বেজে উঠল বিচ্ছেদের সুর। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি আর রোজার সঙ্গে থাকছেন না। বর্তমানে তারা আলাদা থাকছেন।

এই খবরে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও অনেকে আশা করেছিলেন, হয়তো মান-অভিমান শেষে আবার এক হবেন তারা।
ভক্তদের এই আশার মূলে ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও সেখানে শোভা পাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিময় মুহূর্ত এবং নিজের নামের পাশে থাকা ‘খান’ পদবি।

দুজনের পথ যে পুরোপুরি ভিন্ন দিকে বেঁকে গেছে, তার চূড়ান্ত প্রমাণ মিলল রোজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দেখা গেছে, নিজের প্রোফাইল থেকে তাহসান সংক্রান্ত সব ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন রোজা। শুধু তা-ই নয়, নিজের নামের সঙ্গে যুক্ত করা 'খান' পদবিটিও সরিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
এমআইকে