সহযাত্রীর মায়ের সঙ্গে কিয়ারার দুর্ব্যবহারের অভিযোগ

পর্দার তারকাকে চোখের সামনে দেখা সাধারণদের জন্য উত্তেজনার হলেও সেই অভিজ্ঞতা সবার জন্য সবসময় সুখকর হয় না। সম্প্রতি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন কার্তিকে তিওয়ারি নামে এক বিমানযাত্রী। তার দাবি, একই ফ্লাইটে ভ্রমণকালে তার মায়ের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভারতের উদয়পুর থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। কার্তিকে তিওয়ারি জানান, তিনি তার মা ও ভাইয়ের সঙ্গে উদয়পুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। একই বিমানের ‘বিজনেস ক্লাস’-এ ছিলেন কিয়ারা আদভানি ও অভিনেতা কার্তিক আরিয়ান। যাত্রাপথে তিওয়ারির মা ভুলবশত কিয়ারার জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। আর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অভিনেত্রী বিরক্তি প্রকাশ করেন এবং দুর্ব্যবহার করেন বলে দাবি কার্তিকের।
এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন কার্তিকে তিওয়ারি। তার বক্তব্য, তারকাদের দেবতুল্য মনে করা বন্ধ করা উচিত। পর্দার বাইরে এই তারকাদের আসল রূপ ভিন্ন। আমার মা ভুল করে তার আসনে বসেছিলেন। নিজের সংরক্ষিত আসনে অন্য কাউকে দেখলে খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু সেটি ভদ্রভাবেও বলা যেত। তিনি (কিয়ারা) কোনো কথা না বলে এমনভাবে অঙ্গভঙ্গি করেছেন যা অত্যন্ত অপমানজনক ছিল।
কার্তিকে তিওয়ারি আরও কিছু চাঞ্চল্যকর কথা জানান। বিমানটি গন্তব্যে পৌঁছানোর পর কেবিন ক্রুর এক সদস্য কিয়ারা ও কার্তিক আরিয়ানের সঙ্গে একটি ছবি তোলার জন্য অনুরোধ জানান। কার্তিকের দাবি অনুযায়ী, তারা দুজনেই সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং দ্রুত চলে যাওয়ার কারণ দেখিয়ে ছবি তুলতে রাজি হননি।
কার্তিক তিওয়ারির এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তৈরি হয় আলোচনা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিয়ারা।
ডিএ