শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন— এমন গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন আলোচনা নেটমাধ্যমে। এমন কথা ছড়াতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেগাস্টার শাকিব খানের নাম; সব মিলিয়ে তাদের ভক্তরাও বেশ কৌতূহল এ নিয়ে।
বিষয়টি এবার সরাসরি শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে গেল। তবে কথাটি যেন শোনা মাত্রই বিস্ময় প্রকাশ করেন অপু।
অপু বিশ্বাস বলেন, আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?
ব্যস্ততার কারণে অনলাইন দুনিয়া থেকে কিছুটা দূরে আছেন জানিয়ে তিনি আরও বলেন, কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ হয়।
ডিএ