পুষ্পিতার কণ্ঠে চিরকুমারী সংঘের টাইটেল

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৪ জুলাই ২০২১, ০৪:৫৮ পিএম


পুষ্পিতার কণ্ঠে চিরকুমারী সংঘের টাইটেল

২০১৫ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা এখন নিয়মিতই গান প্রকাশ করছেন। এর আগেও একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তবে এবার প্রথম গাইলেন কোনো নাটকের টাইটেল সং।

সৈয়দ রেফাত সিদ্দিকী পরিচালিত ধারাবাহিক নাটকটির নাম ‘চিরকুমারী সংঘ’। গানটি লিখেছেন আশিক বন্ধু। সংগীত পরিচালনায় আছেন চঞ্চল। সম্প্রতি মগবাজারস্থ ‘স্টুডিও বাউল’-এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আগামী ১৬ জুলাই থেকে প্রতি শুক্রবার রাত ৯ট ৩০ মিনিটে চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে।

পুষ্পিতা বলেন, 'এটি সত্যিই আমার জন্য আনন্দের। কারণ এবারই প্রথম কোনো নাটকের গান গাইলাম। গানের কথা ও সুর দারুণ। আশা করি সবাই পছন্দ করবেন।’

উল্লেখ্য, পুষ্পিতার মা নুসরাত জাহানও গান করতেন। বাবা আহমেদ কবিরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি আবৃত্তি ও উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।

গত রোজার ঈদে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত পুষ্পিতা ও লুৎফর হাসানের গাওয়া 'বৃষ্টির রেলগাড়ি' বেশ প্রশংসা কুড়ায়।

আরআইজে/জেএস

Link copied