পর্দায় প্রথমবার প্রসেনজিৎ-অদিতি জুটি

‘অমর সঙ্গী’ থেকে ‘অটোগ্রাফ’ পর্যন্ত প্রসেনজিৎ নিজেকে বদলেছে বহুবার। দর্শক চাহিদার প্রাধান্য সবময় দিয়েছেন টলিউডের এই শীর্ষ তারকা। সময়ের সঙ্গে বদলেছেন তার অভিনয়ের ধরণ। সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও পাওয়া গেছে নতুন এক বুম্বাকে।
শুধু টলিউডেই নয়। বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেনি তিনি। জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে। সেই পুনরাবৃত্তি
ঘটছে আবারো। বলিউড তারকা অদিতি রওয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
তবে এবার কোনো সিনেমায় নয়। ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘স্যাক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের নতুনে ওয়েব সিরিজে অভিনয় করবেন প্রসেনজিৎ ও অদিতি রও।
বিক্রমাদিত্য ওয়েব সিরিজ তুলে ধরবেন সিনেমা জগতের অন্দরমহলের ঘটনা। জানা যায়, সত্য ঘটনা অবলম্বনের নির্মিত হবে এটি। ৪০-এর দশক থেকে শুরু হবে কাহিনি। ৮০-এর দশক পর্যন্ত তুলে ধরা হবে।
সিরিজে বলিউড তারকাদের পাশাপাশি থাকবেন টলিউডেরও বেশ কয়েকজন। বলিউড ও টলিউডের মিক্সড প্রোডাকশন এর আগেও দেখেছেন দর্শকরা। সম্প্রতি ‘ব্লাক উইডো’ নামে এক ওয়েব সিরিজেও এমনটা দেখা যায়।
প্রসেনজিৎ ও অদিতি জুটির ওয়েব সিরজটি শুরু হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় শুটিং। জানা যায়, শিগগিরই কাজ শুরু হবে এই ওয়েব সিরিজের। এক ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এটি।
প্রসঙ্গত, করোনা মধ্যে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। হল কেন্দ্রিক ব্যবসা বন্ধ হওয়ার সুফল পেয়েছে ওটিটি ব্যবসায়ীরা। নির্মাতা ও প্রযোজকরা ঝুকেছেন তাদের দিকেই। বড় বাজেটের সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে গত এক বছরে।
এমআরএম