জন্মদিনে শ্রোতাদের বৃষ্টির গান উপহার দিচ্ছেন সমরজিৎ

আগামীকাল ১ আগস্ট (রোববার) গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায়ের জন্মদিন। বিশেষ এই দিনে ‘টুপটুপ ভেজা মন’ শিরোনামে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানটির কথা লিখেছেন উৎপল দাস, সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই।
সমরজিৎ বলেন, ‘বৃষ্টি মানেই আমার কাছে বিশেষ কিছু। ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়ালে যখন বৃষ্টির ঝাপটা এসে চোখ মুখ ছুঁয়ে যায়, তখন পৃথিবীতেই যেন স্বর্গসুখের অনুভূতি হয়। বৃষ্টির এই গানটি আমার নিজেরও ভীষণ পছন্দের। বলা যায়, জন্মদিনে আমার শ্রোতাদের জন্য উপহার হিসেবে গানটি প্রকাশ করছি। আশা করি সবার অনেক পছন্দ হবে।’
সমরজিত আরও জানান, তার নিজের ইউটিউব চ্যানেল ‘সমরজিৎ রায় মিউজিক’ এবং একই নামে খোলা ভেরিফায়েড ফেসবুক পেজে গানটি উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমায় ‘রাখি যতনে সারাদিন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। গানটি তার সঙ্গে দ্বৈত গেয়েছেন ন্যানসি।
উপমহাদেশের কিংবদন্তি সংগীশিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে সমরজিৎ রায়ের অনলাইনভিত্তিক সংগীত পাঠশালা ‘সুরছায়া’। যা এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে।
আরআইজে