নাটকের গান দিয়ে যাত্রা শুরু ঈশিকার

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২১, ০২:৩৩ পিএম


নাটকের গান দিয়ে যাত্রা শুরু ঈশিকার

২০১৬ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় নাম লেখিয়ে শীর্ষ সাতজনের মধ্যে জায়গা করে নেন হুমায়রা ঈশিকা। এরপর পাঁচ বছর কেটে গেলেও নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেননি এখনো।

তার আগেই একসঙ্গে তিনটি নাটকের গানে শোনা গেলো এই ক্ষুদে তারকার কণ্ঠ। গত ঈদে মুক্তি পাওয়া তিনটি নাটকে একটি করে গানে কণ্ঠ দেন ঈশিকা। এই নাটকগুলোর তিনটিরই পরিচালক জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

এগুলো হলো গত ঈদের আলোচিত নাটক-‘সুইপারম্যান’ এবং ‘আমাদের বিয়ে’ ও ‘দ্য টিচার’। তিনটি গানেই ঈশিকা দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরেক নবীন শোভন রায়ের সঙ্গে। গানগুলোর সুর-সংগীতায়োজনও শোভন রায়ের। তিনটিই কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা।

এর মধ্যে ‘সুইপারম্যান’ নাটকে ঈশিকার গাওয়া ‘হবেই জয়’ শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই নাটকটির কমেন্ট বক্সে গানটির প্রশংসা করেছেন। কেউ কেউ আবার শুভ কামনা জানিয়েছেন ঈশিকাকে।

ক্যারিয়ারের শুরুতেই এমন সাফল্যে উচ্ছ্বসিত ঈশিকা বলেন, “ছোটবেলা থেকেই গান করার স্বপ্ন নিয়ে বড় হচ্ছি। ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় গিয়ে সেই স্বপ্নটা আরও বড় হয়। আর এবারের ঈদটা ছিল আমার জন্য অনেক বেশি আনন্দের। কারণ নাটকে আমার গাওয়া তিনটি গানই শ্রোতারা পছন্দ করছেন, ভালোবাসা জানাচ্ছেন।’

ঈশিকা আরও বলেন, ‘আশাকরি চলতি বছরই আমি নিজস্ব গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

আরআইজে

Link copied