আট বছর পর গানে ফিরেছেন আরজে মুকুল

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট ২০২১, ০১:১৬ পিএম


আট বছর পর গানে ফিরেছেন আরজে মুকুল

দেশের জনপ্রিয় রেডিও জকি আরজে মুকুল। কুল মুকুল হিসেবেও তিনি শ্রোতাদের কাছে পরিচিত। পাশাপাশি একজন সংগীতশিল্পীও। দীর্ঘ আট বছর পর আবারও গানে ফিরেছেন তিনি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘মুকুলস টি স্টল’-এ লিরিকাল ভিডিও আকারে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘জিন্দেগি বন্দেগি’। এটির কথা লিখেছেন যৌথভাবে খায়েম আহমেদ ও মোহসিন মেহেদী। সুর ও সংগীত পরিচালনা করেছেন খায়েম আহমেদ। এতে লিড গিটার বাজিয়েছেন সেলিম হায়দার আর ভায়োলিনে ছিলেন সেলিম। 

গানটির প্রথম দুটি লাইন-‘আত্মা তুমি অন্তরতম ফুটেছো চাঁদের মতো, ভালোবাসি বড় বেশি তাই যে দেখি এতো’।

গানটি নিয়ে মুকুল বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেভাবেই এটি তৈরি করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এখন থেকে গানে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।’

উল্লেখ্য, প্রতি সোমবার বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা এফএমে প্রচারিত হয় আরজে মুকুলের শো ‘মুকুলস টি স্টল’। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনে কণ্ঠ দেন তিনি। এর আগে ২০১৩ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘গানের মুকুল’।

আরআইজে

Link copied