গীতিকার রিজিয়া গহর আর নেই

গীতিকার, কবি, লেখক, কলামিস্ট মিসেস রিজিয়া গহর মারা গেছেন। গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঢাকার উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
আজ সোমবার (৬ই সেপ্টেম্বর) উত্তরা ১৩ নং সেক্টরের লাল ইটের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মোহাম্মদপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
২০১২ সালে স্বাধীনতা পদক প্রাপ্ত শব্দ সৈনিক লেখক গীতিকার মরহুম নয়ীম গহরের স্ত্রী রিজিয়া গহর। তিনি এক ছেলে, তিন মেয়েসহ এগারো জন নাতি-নাতনি রেখে গেছেন।
তার পরিবার সূত্র জানিয়েছে, আগামীকাল (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারাতে তার কুলখানি অনুষ্ঠিত হবে। এরপর আগামী শুক্রবার ঢাকার বারিধারা মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী শনি থেকে সোমবার তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।