পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া-সুমিত

বাঁধন সরকার পূজার গাওয়া একটি গানে মডেল হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা সুমিত সেনগুপ্ত।
‘আসছে মা দুর্গা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার লিংকন। সম্প্রতি নারায়গঞ্জের মনোরম লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটি ভিডিওর। এটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন।
গানটি নিয়ে বাঁধন সরকার পূজা বললেন, ‘দূর্গা পূজা উপলক্ষে গানটি তৈরি। তাই ভালো লাগা থেকেই বাড়তি যত্ন নিয়েছি। সব মিলিয়ে দারুণ কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা ছিল। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।'
স্পর্শিয়া জানান, বিশাল আয়োজনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। ভিডিও তৈরির আয়োজন, বাজেট সবকিছুই তার ভালো লেগেছে। তাই কাজটি করেছেন।
আসছে দূর্গা পূজাতে নিজের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করবেন বলে জানিয়েছেন পূজা।
আরআইজে