‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ জাস্টিন বিবার

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম


‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ জাস্টিন বিবার

হয়ে গেলো বিশ্ব সংগীতের সাড়া জাগানো ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর এবারের আসর। রোববার যুক্তরাষ্টের নিউ ইয়র্ক সিটিতে এই পুরস্কার প্রদান করা হয়।

এ বছর ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন বিশ্বখ্যাত সংগীত তারকা জাস্টিন বিবার। আরিয়ানা গ্র্যান্ডে, দোজা ক্যাট, মেগান দি স্ট্যালিওন, অলিভিয়া রদ্রিগো এবং টেইলর সুইফটকে হারিয়ে এই পুরস্কার জিতে নেন জাস্টিন বিবার।

পুরস্কার গ্রহণের সময় বিবার বলেন, ‘আমার সুন্দর স্ত্রীকে দেখতে পাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি।’ এছাড়া করোনা মহামারির কঠিন সময়ের কথাও স্মরণ করেছেন তিনি।

এবারের আয়োজনে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার। ৯টি মনোনয়ন পেয়েছিলেন এই পপ তারকা। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ ছাড়াও ‘বেস্ট পপ অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি।

আরআইজে

Link copied