কী চমক নিয়ে আসছেন ‘জলপরী’ মধুমিতা

মধুমিতা সরকারকে দেখা গেল পদ্মপাতায় ঢাকা জলাশয়ে ভেসে বেড়ানো এক নৌকায়। সাদা পোশাকে বসে আছেন। ড্রোন ক্যামেরায় চলছে শুটিং। সেখান থেকেই শুটিংয়ের একটি মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন ‘চিনি’-র নায়িকা।
শিগগরই মধুমিতার দুটি ওয়েব সিরিজ আসছে। সংবাদ মাধ্যমকে এমনটিই জানালেন। তবে বিস্তারিত বলেননি তিনি। তার মতে, অনুরাগীদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন তিনি।
রোববার (১৯ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নতুন কিছু শুরু করছি। খুব তাড়াতাড়িই আসবে।’ তবে ‘নতুন কিছু’ নিয়ে রহস্য রেখে দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাকে প্রায়ই নতুন নতুন ছবি শেয়ার করতে দেখা যায়। নায়িকার সম্মোহনে ঘায়েল গোটা নেটদুনিয়া। বাদ যায়নি এ পোস্টটিও। জলের মধ্যে মধুমিতার ছবি দেখে নেটিজেনদের মন্তব্য, জলপরীর মতোই দেখাচ্ছে তাকে। কেউ কেউ আবার লিখেছেন, মধুমিতার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও ‘ও মন রে’। এ ভিডিওতে তার বিপরীতে দেখা গেছে যশ দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ দেখেছেন নতুন ভিডিওটি।
মিউজিক ভিডিওতে জুটি বাঁধার অফার পেয়ে কেমন লেগেছিল? এমন প্রশ্নে জবাবে মধুমিতা বলেছিলেন, ‘প্রথমবার যখন অফার আসে, আমি কনটেন্টটা দেখতে চেয়েছিলাম। আমি বরাবরই তানভীরের ভক্ত। ও এ গানটা গেয়েছে শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। তারপর শুনেছিলাম গানে আমার বিপরীতে অভিনয় করছে যশ। খুব চেষ্টা করেছি, আমার দিক থেকে কোনো ভুল যেন না হয়। আর হ্যাঁ, আমায় যেন মোটা না লাগে। তবে হ্যাঁ, শুট হয়ে যাওয়ার পর দেখলাম আমায় পারফেক্ট লাগছে। যশকেও পারফেক্ট লাগছে। আর শুটটাও পারফেক্টভাবেই হয়ে গেল। ভীষণ খুশি আমি।’
আপাতত ভালো চিত্রনাট্যের অপেক্ষায় মধুমিতা, একটু অন্ধকার চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার।
সূত্র: এবিপি আনন্দ
এসএসএইচ