রবীন্দ্রসংগীত একঘেয়ে লাগে, আমার পছন্দ নজরুলগীতি: সোনা মহাপাত্র

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০ পিএম


রবীন্দ্রসংগীত একঘেয়ে লাগে, আমার পছন্দ নজরুলগীতি: সোনা মহাপাত্র

বলিউডের জনপ্রিয় গায়িকা সোনা মহাপাত্র। সুরেলা কণ্ঠে উপহার দিয়েছেন ‘বাহারা’ কিংবা ‘আম্বারসারিয়া’র মতো তুমুল শ্রোতাপ্রিয় গান। গুণী এই গায়িকা জানালেন, তিনি রবীন্দ্রসংগীত শোনেন না। তার কাছে রবী ঠাকুরের গানগুলো একঘেয়ে লাগে।

কেবল বাঙালিদের কাছে নয়, রবীন্দ্রনাথ বিভিন্ন ভাষাভাষীর কাছেই জনপ্রিয়। তার সাহিত্য কিংবা গান সবেতেই মুগ্ধতা খুঁজে পায় মানুষ। অথচ তার গানই কিনা একঘেয়ে লাগে সোনা মহাপাত্রের।

আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ গায়িকা বলেন, ‘আমি জানি, এই কথাটা বললে বাঙালিরা খুব রেগে যাবেন, কিন্তু রবীন্দ্রসংগীতের ভক্ত নই আমি। বরং নজরুলগীতি বা বাউল গান বেশি পছন্দ। তবে আমার ধারণা, আরও কয়েকটা বছর পরে আমিও হয়তো রবি ঠাকুরের গানের মূল্য বুঝব। এখন একটু একঘেয়ে লাগে।’

বাউল গানের প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে পার্বতী বাউলের গান তাকে মুগ্ধ করে। সোনা বলেন, ‘পার্বতী বাউলের কিছু গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। সামনাসামনি ওকে গান গাইতে দেখেছি। তিনি অসামান্য।’

বলিউডে সোনা মহাপাত্রের ব্যস্ততা। তবে আসছে দুর্গাপূজায় তিনি বাংলা গান নিয়েও হাজির হচ্ছেন। কলকাতার বিক্রম ঘোষের সুরে তার একটি গান প্রকাশিত হবে। সেই সঙ্গে ভবিষ্যতে আরও বাঙালির সঙ্গে গান করতে চান বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সোনা মহাপাত্রের জন্ম ওড়িশা রাজ্যের কটকে। ২০০৬ সালে ‘লরি’ সিনেমায় গান গেয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর জনপ্রিয়তা পান ২০১০ সালের ‘আই হেট লাভ স্টোরি’ সিনেমার ‘বাহারা’ গানটি গেয়ে।

২০১৮ সালে বলিউডের গায়ক কৈলাশ খের ও সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সোনা মহাপাত্র। ওই ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।  

কেআই

Link copied