হাসপাতালে ভর্তি শ্বেতাকে সাবেক স্বামীর খোঁচা

অসুস্থ হয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন মুম্বাই টেলিভিশনের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। রক্তচাপ কমে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্বেতার এই আকস্মিক অসুস্থতা নিয়ে তাকে খোঁচা দিয়েছেন সাবেক স্বামী অভিনব কোহলি। শ্বেতার অতিরিক্ত ওজন ঝরানোর তাগিদকেই তার অসুস্থতার কারণ বলছেন তিনি।
নেটমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে আমার ছেলের সঙ্গে থাকতে না দেওয়ার লড়াইটা অন্য জায়গায়। সেটা আদালতে চলছে। কিন্তু ঈশ্বর ওকে দ্রুত সুস্থ করে তুলুক। অভিনেতারা নিজেদের আরও সুন্দর করে তোলার জন্য, মানুষের বেশি ভালোবাসা পাওয়ার জন্য অতিরিক্ত শরীরচর্চা করেন। খুব কম খাবার খেয়ে থাকেন। এভাবেই এক দিন ওরা ক্লান্ত হয়ে পড়েন।’
কয়েক মাস আগে ‘খতরোঁ কে খিলাড়ি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শ্বেতা। জয়ী না হতে পারলেও অনুষ্ঠানে যাওয়ার আগে ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছিলেন তিনি। এই পরিবর্তনের জন্য নতুন করে চর্চায় উঠে এসেছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে নতুন করে সংসার বাঁধেন অভিনেত্রী। একটি ছেলেসন্তানও রয়েছে তাদের। কিন্তু অভিনবের বিরুদ্ধেও গার্হস্থ্য সিংসার অভিযোগ আনেন অভিনেত্রী। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় দুজনের।
সূত্র : আনন্দবাজার
আরআইজে