সাবরিনা বশিরের ‌‘দিল্লি কা লাড্ডু’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম


সাবরিনা বশিরের ‌‘দিল্লি কা লাড্ডু’

আধুনিক কিংবা ফোক; সব ধারায় বিচরণ গায়িকা সাবরিনা বশিরের। আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও পথিক হাসানের মতো সফল ও জনপ্রিয় গায়কদের সঙ্গেও কিছু দ্বৈত গান উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন এই গায়িকা। তার মধ্যে অন্যতম একটি ‘দিল্লি কা লাড্ডু’। আসছে ৩০ অক্টোবর নিজের জন্মদিনে ইউটিউবে গানটি প্রকাশ করবেন তিনি।

সাবরিনা জানান, দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে গানটির চিত্র ধারনের কাজ সম্পূর্ণ হয়েছে। এতে মডেল হয়েছেন আশিক চৌধুরীর সঙ্গে মডেল হয়েছেন তিনি নিজে। কোরিওগ্রাফার রোহান ও বেলাল। চিত্রগ্রাহক বিকাশ সাহা। ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।

গায়িকা বলেন, ‘শৈশব থেকেই গানের সঙ্গে জড়িয়ে আছি। গানকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছি। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারাজীবন বেঁচে থাকতে চাই।’

প্রসঙ্গত, সাবরিনার নতুন গানগুলোর মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘মধুচোরা’ এবং একক ‘ফুলের কানে ভ্রমর এসে’। সম্প্রতি ‘জলে গিয়েছিলাম সই’ নামে এই শিল্পীর একটি গান (কাভার) প্রকাশিত হয়েছে।

আরআইজে

Link copied