বিশ্বকাপের আগে টিভিতে ‘গলি কাপ’!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ অক্টোবর ২০২১, ০২:১১ পিএম


বিশ্বকাপের আগে টিভিতে ‘গলি কাপ’!

এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আসরের ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিট আগে থেকেই চলবে ক্রিকেট উন্মাদনার নতুন এক আয়োজন। বাংলালিংক নিবেদিত এই অনুষ্ঠানের নাম ‘৩০ মিনিট বাকি’। 

অন্যান্য ক্রিকেট আয়োজনে ম্যাচ শুরু হওয়ার আগে সচরাচর যা দেখা যায় এই অনুষ্ঠান তার চেয়ে অনেকটাই আলাদা। গলি, উঠোন কিংবা বাসার ছাদে ক্রিকেট খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেটের এই টান চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। আর সেই স্মৃতি বিজড়িত গলির ক্রিকেটকে সবার সামনে তুলে ধরার জন্য ৩০ মিনিটের প্রথম ১৫ মিনিটে থাকছে গলি কাপের দুর্দান্ত আয়োজন।

বাকি ১৫ মিনিটে থাকবে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত। যাতে ভর করেই সেজেছে আজকের জনপ্রিয় ক্রিকেট। কখনো ক্রিকেট বরপুত্র ব্রায়ন লারাকে নিয়ে কথা হবে, কখনো তাসকিন-মাশরাফির দুর্দান্ত সেই সেলিব্রেশন আবার কখনো লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের বিস্ময়কর রেকর্ড নিয়ে হবে আলোচনা।

অপেক্ষা যখন শেষ পর্যায়ে এসে দাঁড়াবে তখন চলবে আসন্ন ম্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। ম্যাচের লাইন-আপ, আইকনিক প্লেয়ারদের নিয়ে আলোচনা এবং সবশেষে ম্যাচ নিয়ে প্রেডিকশন। তারপর শুরু হবে টি-২০ বিশ্বকাপের জমজমাট আয়োজন। অনুষ্ঠানটি একসঙ্গে প্রচারিত হবে টি-স্পোর্টস এবং জিটিভিতে।

আরআইজে

Link copied