বিয়ের আসরে নজর কাড়লেন নিশো-ফারিয়া!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২১, ০৪:৪৫ পিএম


বিয়ের আসরে নজর কাড়লেন নিশো-ফারিয়া!

যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ডের নতুন আউটলেট জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশসেরা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। জেকে ব্রাইডাল লাউঞ্জের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক এবং নুসরাত ফারিয়া বড় বোন মারিয়া মৃত্তিক।

অনুষ্ঠানে মারিয়া জানান, তিনি খুবই আনন্দিত যে রুচিশীল মানুষদের জন্য দারুণ সব পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে সাজানো হয়েছে এই শো রুম। অরিজিনাল ডিজাইনার ব্রাইডাল গাউন, লেহেনগা, পাঞ্জাবি, সেরোয়ানি এখানে পাওয়া যাবে। পাওয়া যাবে ছেলে-মেয়ে উভয়ের ব্রাইডাল সব ধরনের পোষাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিশো ও ফারিয়া। আয়োজন ছিল জমকালো ফ্যাশন শোর। এরপর কেক কেটে উদ্বোধন করা হয় নতুন শো রুমটির। এটি জেকের দ্বিতীয় শো রুম।

আরআইজে

Link copied