জন্মদিনে টুকটুকে লাল পার্নো, ভক্তরা মাতোয়ারা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর ২০২১, ১০:২৩ পিএম


জন্মদিনে টুকটুকে লাল পার্নো, ভক্তরা মাতোয়ারা

আরও এক বসন্ত পার করলেন নায়িকা। শনিবার (৩০ অক্টোবর) জন্মদিনের পার্টিতে মাতোয়ারা পার্নো মিত্র। টুকটুকে লাল পোশাকে সেজেছিলেন যেন রাঙা পরী। মোহময়ী পার্নোতে ভক্তরা মাতোয়ারা। প্রশংসা চলছে তো চলছেই।  

জন্মদিনের পার্টিতে লাল খোলামেলা পোশাকে নজর কাড়লেন এই নায়িকা। 

Dhaka Post
লাল পোশাকে নজরকাড়া

জন্মদিন বলে কথা! বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টি। 

Dhaka Post

শুধু হুল্লোড়ই নয়, জমিয়ে চলল খাওয়া দাওয়া, ফটোশুট। 

Dhaka Post
ফটোশুটে বার্থ ডে গার্ল

ইনস্টাগ্রামে মিমি আর পার্নোর খুনসুটি সকলেরই জানা। কিছুদিন আগে একসঙ্গে গোয়াও ঘুরতে গিয়েছিলেন তারা। 

Dhaka Post
মিমির সঙ্গে সেলিব্রেশন

তবে মিমির সঙ্গে পার্নোর জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। 

Dhaka Post
বন্ধুদের সঙ্গে

এইচকে

Link copied