অয়ন-বৃষ্টির গানে মডেল শাকিলা

এই সময়ের মেধাবী গায়ক-সুরকার অয়ন চাকলাদার ও বাংলাদেশি আইডল খ্যাত বৃষ্টি এক দশক ধরে গান করে যাচ্ছেন। এই সময়টায় বেশ কিছু ভালো গানও উপহার দিয়েছেন দুজন। এবার তারা জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন নতুন একটি দ্বৈত গানে। যার শিরোনাম 'খুঁজে নেবে কি'।
গানটির কথা লিখেছেন ঝুমুর আক্তার, সুর এবং সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন অয়ন চাকলাদার এবং শাকিলা পারভিন।
গানটি প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন, ‘অনেকদিন পর একটু পুরনো ধরণের মেলোডি নিয়ে কাজ করলাম। যেমনটা ২০১১, ২০১২ কিংবা ২০১৩ তে করেছি । ঝুমুর আপু চমৎকার লিখেছেন। বৃষ্টি অসাধারণ গেয়েছেন। আমিও চেষ্টা করেছি ভালো গাওয়ার।’
তিনি আরও যোগ করেন, ‘এই গানের ভিডিওতে আমি আর শাকিলা অভিনয় করেছি। মিডিয়াতে আমি সিনিয়র হলেও অভিনয়ে শাকিলার মতো অভিজ্ঞ নই। আমাকে সে অনেক সাহায্য করেছে ভালো অভিনয় করতে। আমি খুব আশাবাদী গানটা নিয়ে।’
আগামী ১৫ নভেম্বর ইউটিউব চ্যানেল এনপিমিউজিক রেকর্ডসে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।
আরআইজে