নতুন গান নিয়ে এলেন মৌসুমী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২১, ১২:০৫ পিএম


নতুন গান নিয়ে এলেন মৌসুমী

প্রকাশিত হলো নবীন গায়িকা মৌসুমী চৌধুরীর গান-ভিডিও ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’। গানটির কথা ও সুর কাব্যিক পলাশ। সংগীতায়োজনে ওয়াহেদ শাহীন। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সম আকবর, সামিহা ও আলী রেজোয়ান। ভিডিওটি নির্মাণ করেছেন রাহাত বাপ্পি।

মৌসুমী চৌধুরী বলেন, ‘গানটি সবার কাছেই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল স্যার গানটি খুব পছন্দ করেছেন এটাই আমার জন্য বড় প্রাপ্তি। গানটির পেছনে সবচেয়ে বেশি অবদান জাহীদ জেমি ভাইয়ের। তার কাছে আমি ঋণী। পাশাপাশি আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় গীতিকার সুরকার জনাব ইথুন বাবু স্যারের কাছে। তার উৎসাহ-ভালোবাসা আমার গানের ইচ্ছেটাকে আরও বড় জায়গায় নিয়ে গেছে।’

এই গায়িকা আরও জানান, ইতিমধ্যে ইথুন বাবু কথা-সুর-সংগীতায়োজনে আসিফ আকবর সঙ্গে একটি দ্বৈত এবং একটি একক গান সম্পূর্ণ করেছেন তিনি। সামনে এগুলো প্রকাশ পাবে।  

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গান ভালোবাসেন মৌসুমী চৌধুরী। গান নিয়ে অনেক দূরে যেতে চান তিনি।

আরআইজে

Link copied