নিজের ‘ভুল’ প্রকাশ করলেন সংগীতশিল্পী পিজিত

পিজিত প্রসেঞ্জিত মহাজন তরুণ প্রজন্মের মেধাবী একজন সংগীতশিল্পী। বেড়ে উঠেছেন চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সঙ্গে। তবে সেখানে বসে সংগীত নিয়ে সামনে এগুতে পারছিলেন না। আর তাই চলে আসেন ঢাকায়। এরপর থেকে নিয়মিত হয়েছেন সংগীত চর্চায়। এরইমধ্যে প্রকাশ করেছেন বেশ কয়েকটি গান।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হলো তার নতুন গান ‘ভুল’। মিউজিক্যাল ফিল্ম আকারে এটি উন্মুক্ত করেছে পপি মাল্টিমিডিয়া। গানটির কথা লিখেছেন ফকির হযরত শাহ। সুর পিজিতের নিজের। সংগীতায়োজনে অনিম খান। গানে বাঁশি বাজিয়েছেন জনপ্রিয় বংশীবাদক কামরুল আহমেদ।
গানটি নিয়ে পিজিত বলেন, ‘এ গানের পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবার অবদানে দারুণ এই গানটি হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে গানটি নিয়ে আমার একটা বেশ ভালো প্রত্যাশা ছিলো। সে অনুযায়ী দুই দিনে ভালো সাড়াও পেয়েছি।’
গানটির ভিডিওর দৃশ্য ধারণ করেছেন শেখ সাদী। সম্পাদনা করেছেন এস কে জয়। পোস্টার ডিজাইন করেছেন পারভেজ। পরিচালনায় আছে ‘পি এম রেকর্ডস’।
এদিকে, প্রকাশের অপেক্ষায় রয়েছে পিজিতের আরও বেশ কিছু গান। এরমধ্যে রয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর কথায় ‘পাগলী’, এম এ আলম শুভর কথায় ‘গল্প', সাইফুল বারীর কথায় ‘পোড়ামন’, অনুপম চৌধুরীর কথায় ‘সঁই’, প্রবীর দত্ত সাজুর কথায় ‘বৃষ্টির গান’ প্রভৃতি।
আরআইজে