‘পৃথিবীর মায়া’ ছড়িয়ে দেবেন মেহরাব

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব ‘পৃথিবীর মায়া’ শিরোনামে নতুন একটি গান-ভিডিওর কাজ শেষ করেছেন। আগামী ৮ ডিসেম্বর নিজের ইউটিউব চ্যানেল থেকে এটি উন্মুক্ত করবেন তিনি।
গানটির কথা লিখেছেন শোয়েব লিয়াকত। সুর করেছেন মেহরাব ও শোয়েব। সংগীতায়োজনেও মেহরাব নিজেই। গানটিতে মডেল হয়েছেন জনপ্রিয় উপস্থাপক শান্তা জাহান, সায়েম সালেক, ওয়াসিউ এবং রাব্বি।
ভিডিওতে উপস্থাপিত হয়েছে একটু ব্যাতিক্রম ধরনের গল্প, যা কিনা অনেকের জীবনের কঠিন একটি বাস্তবতার প্রতিফলন। প্রেম-ভালোবাসা-বন্ধন-বিয়োগ মিশ্রিত গানটির ভিডিও পরিচালনাও করেছেন মেহরাবই।
গানটি নিয়ে এই গায়ক বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি গানের গল্পে সঙ্গে ভিডিওর সমন্বয় ঘটাতে। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ দাঁড়িয়েছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
মেহরাব আরও জানান, বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তার মাঝেও নিজের সুর ও সংগীতায়োজনে আরও মৌলিক গান তৈরি করছেন।
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান’ চলাকালেই সংগীতানুরাগীদের ভালোবাসায় সিক্ত হন মেহরাব। পরবর্তীতে মৌলিক গান নিয়ে শ্রোতার মন জয় করেন তিনি। তার ইউটিউব চ্যানেলের প্রথম মিউজিক ভিডিও ‘শোন না’। এরপর ‘ভালোবাসি খুব’ নামের আরেকটি গানের ভিডিও নিয়ে হাজির হন তিনি। দুটি গানেরই ভিডিওতে মডেল হয়েছিলেন তার স্ত্রী রুশী চৌধুরী।
আরআইজে