তেলেগু থেকে বলিউডে প্রভাস

‘বাহুবলি’র পর তেলেগু সিনেমায় রমরমা অবস্থা প্রভাসের। পারিশ্রমিক নিচ্ছেন আকাশ ছোঁয়া। সবশেষ মুক্তি পায় তাঁর অভিনীত ‘সাহো’। যার জন্য নিয়েছেন ১০০ কোটি রুপি। শুধু তাই নয়, ডাবিং রাইটসের জন্য নিয়েছেন আরও ৩০ কোটি। যদিও সিনেমাটি দিয়ে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেতা।
দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে প্রভাসকে এবার দেখা যাবে বলিউডে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’।বলিউডে প্রভাসের অভিষেক ঘটবে সিদ্ধার্থ আনন্দের সিনেমা দিয়ে। এভাবেই সব পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক।
সর্বশেষ মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার’। হৃতিক রোশান ও টাইগার শ্রফকে প্রথমবার এক পর্দায় এনে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। বক্স অফিসও কাঁপিয়েছে সিনেমাটি। সিদ্ধার্থের নতুন প্রজেক্ট ‘ফাইটার’-এও অভিনয় করছেন হৃতিক। যেখানে হৃতিকের বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও সিদ্ধার্থের পরিচালনায় দুবাইতে চলছে শাহরুখ খানের ‘পাঠান’-এর শুটিং। এই সিনেমা দিয়ে অনেকদিন পর দীপিকা অভিনয় করলেন শাহরুখের বিপরীতে।
উল্লেখ্য, কিছুদিন আগেই পূজা হেগরের বিপরীতে রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। শিগগিরই তিনি শুরু করবেন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীলের ‘সালার’ কাজ। তাঁর হাতে রয়েছে ‘আদিপুরুষ’ নামে আরেকটি সিনেমা।
এমআরএম/আরআইজে