আগামী বছর বিয়ে করছেন রিচা?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২১, ০৭:০০ এএম


আগামী বছর বিয়ে করছেন রিচা?

বিয়ে করার কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। কিন্তু করোনা সংক্রমণের কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। এবার নতুন করে সেই বিয়ের পরিকল্পনা করছেন রিচা চাড্ডা এবং আলি ফজল। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়বেন এ জুটি। দিল্লি ও মুম্বাই শহরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ে সারবেন তারা।

এ বিষয়ে আলি বলেন, ‘বিয়ে করার জন্য মুখিয়ে আছি আমি আর রিচা। সব পরিকল্পনা করা ছিল। প্রথমে করোনা এল। তারপরে করোনার দ্বিতীয় ঢেউ। যখন আবার সব খুলল, আমরা নিজেদের বাকি থাকা শুট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বারবার সব ভেস্তে যাচ্ছে।’

আলি জানালেন, আগামী মার্চে গাঁটছড়া বাঁধতে পারেন তারা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, সে নিশ্চয়তা দিতে পারছেন না এই মুহূর্তে।

তিনি জানান, সৌদি আরবে হলিউড ছবির শুটিং চলছে আলির। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সেই দেশই তার ঠিকানা।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘ফুকরে’ ছবির শুটিংয়ে আলি-রিচার আলাপ। তার থেকে বন্ধুত্ব এবং প্রেম। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পরে ২০১৯ সালে মালদ্বীপে বেড়াতে গিয়ে আলি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। রিচাও তখনই সেই প্রস্তাবে হ্যাঁ বলেন। কিন্তু তারপর থেকেই সব পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনা।

এসকেডি

Link copied