শুটিংয়ে সাপের কামড় খেলেন জনপ্রিয় গায়িকা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম


শুটিংয়ে সাপের কামড় খেলেন জনপ্রিয় গায়িকা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা মায়েটার। বয়স ২১ বছর। সম্প্রতি নতুন একটি গানের ভিডিওর শুটিং করতে গিয়ে সাপের কামড় খেলেন তিনি। অন ক্যামেরায় এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক সবাই। আনকাট সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়িকা নিজেই।

টুইটার, ইনস্টাগ্রামে সাপের কামড় খাওয়ার ভিডিও শেয়ার করেছেন মায়েটা। ৫ সেকেন্ডের সেই ভিডিও দেখা যাচ্ছে, এক গানের শুটিংয়ের জন্য কালো পোশাক পরে মাটিতে শুয়ে রয়েছেন গায়িকা। প্রথমে তার গায়ের উপর একটি কালো সাপ ছাড়া হয়। এরপর আবার তার গায়ে একটি সাদা সাপ ছাড়া হয়। তখনই কালো সাপটি গায়িকার থুতনির উপর ছোবল বসায়।

ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেখুন আপনাদের জন্য কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাকে।’

গায়িকাকে ওই রকমভাবে সাপের ছোবল খেতে দেখে অনেকেই চমকে উঠেছেন। স্বস্তির বিষয় সাপটির কোনো বিষ ছিল না। গায়িকার তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করানো হয়। প্রশিক্ষক থাকা সত্ত্বেও কী ভাবে সাপের কামড় খেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরআইজে

Link copied