করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউতে ভর্তি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২২, ০১:১০ পিএম


করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউতে ভর্তি

করোনা আক্রান্ত হয়েছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলছে তার।

সংবাদসংস্থা এএনআইকে লতার পরিবারের সদস্য রচনা জানিয়েছেন, গায়িকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে।

সবাইকে অনুরোধ করে তিনি বলেন, ‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। দিদির জন্য প্রার্থনা করবেন।’

এই খবর শোনার পর থেকে এই বর্ষীয়ান গায়িকার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার ভক্তরা।

আরআইজে

Link copied