নতুন গান নিয়ে আসছেন শেখ মহসীন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম


নতুন গান নিয়ে আসছেন শেখ মহসীন

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ শেখ মহসীন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বছরের শুরুতে শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছেন এই গায়ক।

‘আড়াল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট শাহ্। এতে মডেল হয়েছেন নয়ন মনি, নিলয়, তানহা ও মেহেরুল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে।

গানটি নিয়ে শেখ মহসীন বলেন, ‘আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের গানটি আধুনিক ফোক। গানের কথা, সুর ও গায়কীর সঙ্গে আমরা ভিডিওর সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

এর আগে শেখ মহসীনের গাওয়া ‘ময়না’ গানটি শ্রোতা-দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। সম্ভাবণাময় এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে নিজের প্রতিভার জানান দিয়ে যাচ্ছেন।

আরআইজে

Link copied