অপূর্ব-পায়েলের প্রেম উন্মুক্ত হবে ভালোবাসা দিবসে!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৪ পিএম


অপূর্ব-পায়েলের প্রেম উন্মুক্ত হবে ভালোবাসা দিবসে!

বর্তমানে নাটকের বড় উৎসব হয় ভালোবাসা দিবসে। প্রতিবারের মতো এবারও এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। এবার ভালোবাসা দিবসের নাটক হিসেবে এরইমধ্যে আলোচনায় ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার সঙ্গে জুটি হয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী কেয়া পায়েল।

নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সঙ্গে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ।

তিনি বলেন, ‘আমি খুব টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কিভাবে সামলাবো জানি না।’

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই-আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন।’

কেয়া পায়েলে ভাষ্য, ‘আমি একেবারেই নবীন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। ভালোবাসা দিবসে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে নাটকটি।

আরআইজে

Link copied