ইমরানের মনের ঘরে কে?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৭ পিএম


ইমরানের মনের ঘরে কে?

ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এই মাসে ভাষার প্রতি যেমন ভালোবাসা প্রকাশ করেন সবাই, আবার মনের একান্ত আপন মানুষটিকেও জানায় ভালোবাসার বার্তা। ভালোবাসার এ উৎসবে সামিল হচ্ছেন হালের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুলও।

কিন্তু তার মনের ঘরে কে? কাকে তিনি জানাবেন ভালোবাসার অনুভূতির মিষ্টিকথন? সেটা জানা আগামী ১২ ফেব্রুয়ারি। ইমরান নিজেই সুরে সুরে মনের ঘরের মানুষটির গল্প শোনাবেন।

হ্যাঁ, ভালোবাসা দিবস উপলক্ষে তরতাজা একটি গান নিয়ে আসছেন ইমরান। এর শিরোনাম ‘মনের ঘর’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। যিনি ইমরানের আরও অনেক শ্রোতাপ্রিয় গানের গীতিকার। বরাবরের মতো গানে সুর-সংগীত দিয়েছেন ইমরান নিজেই।

রোম্যান্টিক ঘরানার এই বিশেষ গানের ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। এতে ইমরানের সঙ্গী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। চিত্রায়নের দায়িত্ব সামলেছেন বিকাশ সাহা। সম্পাদনায় এস এম তুষার।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘জীবন ভাই মিষ্টি কিছু কথায় গানটি লিখেছেন। সঙ্গে আছে নজরকাড়া ভিডিও। সবমিলে চমৎকার একটি কাজ হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য এটা আমার স্পেশাল উপহার।’

আগামী ১২ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত হবে।  

কেআই

Link copied