সাইফ শুভ নিয়ে এলেন ‘এই শহরে’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম


সাইফ শুভ নিয়ে এলেন ‘এই শহরে’

ভালোবাসা দিবস উপলক্ষ্যে গতকাল নতুন গান প্রকাশ করছেন তরুণ সংগীতশিল্পী সাইফ শুভ। শিরোনাম ‘এই শহরে’। মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

সাইফ শুভ বলেন, ‘অন্যরকম কথা-সুর ও সংগীতায়োজনে বিরহের গান এটি। দারুণ স্ক্রিপ্ট নিয়ে কলকাতাসহ ভারতের বেশ কিছু মনোরম লোকেশনে এর ভিডিওর শুটিং হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

গানটির ভিডিও নির্মাণে কাজ করেছেন কলকাতার নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী ও তার টিম। গানটি শিল্পী সেইসব মানুষদের উৎসর্গ করছেন যারা এই শহরে তাকে গোপনে গোপনে ভালোবেসে চলেছেন।

গানচিত্র উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট’সহ সকল ডিজিটাল প্লাটফর্মে।

আরআইজে

Link copied