কেমন হবে ‘বজরাঙ্গী ভাইজান’ সিক্যুয়ালের গল্প?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২২, ০৮:০১ এএম


কেমন হবে ‘বজরাঙ্গী ভাইজান’ সিক্যুয়ালের গল্প?

দর্শক প্রিয় ছবি ‘বজরাঙ্গী ভাইজান’। গেল বছরের ডিসেম্বরেই বলিউড তারকা সালমান খান জানিয়েছিলেন শিগগিরই তিনি ছবিটির সিক্যুয়ালের কাজ শুরু করবেন। অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটান ‘ভাইজান’। পরবর্তী ছবির নামও জানিয়েছিলেন তিনি।

‘বজরাঙ্গী ভাইজান’-এর সিক্যুয়াল ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। সালমান খান জানান, ‘টাইগার থ্রি’, ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল এবং ‘কাভি ঈদ, কাভি দিওয়ালী’-এর শুটিং শেষ করেই ‘বজরাঙ্গী ভাইজান’-এর দ্বিতীয় পর্বের কাজে হাত দেবেন তিনি। তবে ছবি মুক্তির আগেই এর গল্প সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করলেন চিত্র নাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতোমধ্যে ভাইয়ের (সালমান খান) সঙ্গে আমি ছবির গল্প নিয়ে আলোচনা করেছি। উনার সেটা খুব পছন্দ হয়েছে। আগামী মে মাস থেকে আমি ছবির গল্প লেখা শুরু করব।’

এরপরই ছবির গল্প নিয়ে বড় খোলাসা করলেন চিত্র নাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবি গল্প কেমন হবে? সেটা কি ‘বজরাঙ্গী ভাইজান’-এর গল্পের ধারাবাহিক হবে নাকি নতুন কোনো গল্প হবে? জবাবে কেভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘‘‘বজরাঙ্গী ভাইজান’-এর ধারাবাহিক গল্পই দেখা যাবে দ্বিতীয় পর্বে।’’

কবীর খান পরিচালিত ‘বজরাঙ্গী ভাইজান’-এ সালমান খান ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, নবাগতা হর্ষলি মালহোত্রা।

এসএসএইচ

Link copied