প্রকাশ্যে কেকে’র শেষ ছবি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৪ জুন ২০২২, ০৮:২১ এএম


প্রকাশ্যে কেকে’র শেষ ছবি

মৃত্যুর পর প্রকাশ্যে এল বলিউডের জনপ্রিয় গায়ক কেকে’র শেষ ছবি। মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে কনসার্টে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হোটেলে ফিরে যান। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার তিনি অনুষ্ঠান শেষে নজরুল মঞ্চ থেকে বের হওয়ার পর শেষ ছবিটি তোলা হয়। গাড়িতে বসে হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দেন কেকে।

যেই অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন কেকে, সেই অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। কলকাতার শাসকদল এবং তাদের ছাত্র সংগঠনকে নিয়েও উঠেছে বহু প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে হলের পরিকাঠামো নিয়ে।

বৃহস্পতিবার (২ জুন) মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় কেকে’র। শেষ যাত্রায় তার সঙ্গে ছিলেন স্ত্রী জ্যোতি, ছেলে নকুল এবং মেয়ে তামারা। গায়কের পরিবারের অন্য সদস্যরাও ছিলেন সঙ্গে। প্রিয় গায়ককে শেষবার সামনে থেকে দেখতে বৃহস্পতিবার ভারসোভা মহাশ্মশানে উপস্থিত ছিলেন তার অসংখ্য গুণমুগ্ধ।

এসএসএইচ

Link copied