শ্রুতি এবার সাংবাদিক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল ২০২১, ১২:৫৬ পিএম


শ্রুতি এবার সাংবাদিক

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পুরোদমে ব্যস্ত রয়েছেন শ্রুতি হাসান। বর্তমানে তিনি কন্নর সিনেমা ‘সালার’-এর প্রস্তুতি নিচ্ছেন। যেটি পরিচালনা করবেন ‘কেজিএফ’-এর পরিচালক প্রশান্ত নীল। 

‘সালার’-এর সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। তার বিপরীতে রয়েছেন প্রভাস। জানা যায়, এই সিনেমার প্রস্তাব প্রথমে পান দিশা পাটানি। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় রাজি হননি এই বলিউড নায়িকা। 

শ্রুতি সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, তার মনের মতো সিনেমার প্রস্তাব এখন পাচ্ছেন। প্রতিটা গল্পে বেশ একটা নতুনত্ব আছে। এবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করাও তার জন্য বেশ চ্যালেঞ্জের। 

Dhaka Post
শ্রুতি হাসান

‘সালার’ প্রসঙ্গে ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘বেশ বড় একটি প্রজেক্ট এটি। এতে প্রথমবার সাংবাদিক চরিত্রে অভিনয় করছি। যেহেতু প্রথম তাই বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজটি করতে হবে। এছাড়া সিনেমার গল্পে যেই চমকগুলো রয়েছে সেগুলোর আমাকে আরও আকৃষ্ট করেছে।’

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হায়দরাবাদে সিনেমার শুটিং শুরু হবে। জোরকদমে শুটিংয়ের তোরজোড় শুরু হয়েছে। বিশাল সেটও বানানো হয়েছে। 

তবে করোনার দ্বিতীয় দফায় ভারতে যা অবস্থা এরমধ্যে শুটিং সময় মতো শুরু করা যাবে কি না তা নিয়ে চিন্তায় পুরো টিম। মহামারির জন্যই কোনও ভাবে এই বছরে ‘সালার’-এর রিলিজ করার কোনও সম্ভাবনা নেই। তাই আগামী বছর এপ্রিল মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
 
এমআরএম

Link copied