নিজের যে ছবির রিমেক চান মাধুরী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ জুন ২০২১, ০৩:৩৬ এএম


নিজের যে ছবির রিমেক চান মাধুরী

ভক্তদের সঙ্গে সম্পর্ক রাখতে সোশ্যাল মিডিয়াতেই ভরসা রাখেন বলিউডের সেলিব্রেটিরা। নিয়মিত ছবি পোস্ট করেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা জানান, তাদের কমেন্টের রিপ্লাই দেন, এমনকি নিয়মিত চ্যাট শো-তে অংশ নেন তারা। আর এর মাধ্যমেই বেরিয়ে আসে নানা অজানা কথা। সম্প্রতি, এমন একটি শো-তে নিজের রিমেক প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী দীক্ষিত।

জুমের প্রতিনিধিরা মাধুরীর কাছে জানতে চান তার অভিনীত কোন ছবির রিমেক তিনি দেখতে চান। এর উত্তরে নায়িকা বলেন, ‘আমার পক্ষে এই উত্তর দেওয়া বেশ কঠিন। তবে, এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করতে পারো, তুমি বলো কোন ছবির রিমেক দেখতে চাও?’

dhakapost

এরপর ‘ওয়াজুদ’ আর ‘আজা নাচলে’ ছবির নাম উঠে আসে আলোচনায়। নায়িকা বলেন, ‘একটি ছবি আছে, যেটার গল্প বেশ সুন্দর। সেই ছবির গানগুলোর খুব জনপ্রিয়তা পেয়েছিল। ছবিটির নাম ‘সয়লাব’। একদম অন্য ধরনের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা আবারও তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটার উত্তর দেওয়া আমার কাছে খুব কঠিন বিষয়… আমার মনে হয় কিছু জিনিস যেমনটা রয়েছে তেমনভাবেই রেখে দেওয়া ভালো, সেগুলোর রিমেক না হওয়াই শ্রেয়। আমাদের এখন দরকার নতুন ভাবনা, নতুন স্ক্রিপ্ট।’ 

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় ফের কাজ করতে চলেছেন মাধুরী দীক্ষিত। জোর খবর, নেটফ্লিক্সের জন্য তৈরি করতে চলা ‘হীরা মান্ডি’-তে কাজ করবেন মাধুরী। দীর্ঘ ১৯ বছর পর ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই পরিচালক-অভিনেত্রী জুটি। 

এসকেডি

Link copied