ভিকি-ক্যাটরিনার সংসারে ফের খুশির খবর

গত মাসেই বাবা-মা হয়েছেন বলিউড তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। খুদেকে নিয়ে যখন তাদের সুখের সংসার, ঠিক তখনই ভিকি কৌশলের পরিবারে ফের খুশির হাওয়া। নতুন এক সদস্যের আগমন ঘটেছে তাদের বাড়িতে। তবে এই নতুন সদস্য কোনো মানুষ নয়, বরং এটি একটি অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি।
বলিউডের অন্যান্য তারকাদের তুলনায় ক্যাটরিনা ও ভিকি কৌশল বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন। তাদের প্রেমের সময় থেকেই এই অভ্যাস বিদ্যমান। এমনকি, মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ক্যাটরিনা কখনো প্রকাশ্যে কিছু বলেননি। নতুন গাড়ি কেনার খবরটিও তারা গোপনেই রেখেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভিকি কৌশল সদ্য একটি লেক্সাস এলএম ৩৫০ ফোরএস মডেলের গাড়ি কিনেছেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। সম্প্রতি এই বিলাসবহুল গাড়ি নিয়ে ভিকিকে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। এরপরই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি একটি ফিল্মি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই পাপারাজ্জিরা তাকে সামনে পেয়ে সরাসরি জিজ্ঞাসা করে বসেন, ‘ছেলের কী নাম রাখলেন?’ ছবি শিকারিদের মুখে এমন হঠাৎ প্রশ্ন শুনে প্রথমে খানিকটা হতবাক হন অভিনেতা। এরপর সামান্য হেসে থেমে গিয়ে তিনি বলেন, ‘সময় আসুক, জানাব!’
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেম পর্বের খবরও কাকপক্ষীও টের পায়নি। তারপরই হঠাৎ করে বলিউডে বোমা ফাটান তারা। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে ২০২১ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।
এমআইকে