নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন প্রকাশ রাজ!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২১, ০৫:০৬ পিএম


নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন প্রকাশ রাজ!

ভারতের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ আবারও বিয়ে করেছেন। আংটি পরিয়ে সেরেছেন আনুষ্ঠানিকতা। সেই বিয়ের সাক্ষী হয়েছেন তারই পুত্র বেদান্ত। উপস্থিত ছিলেন আরও দুই মেয়ে মেঘনা ও পূজা। শুনে চমকে গেছেন? চমকানোর মতই ঘটনা।

আসলে নিজের স্ত্রীকেই পুনরায় বিয়ে করেছেন প্রকাশ রাজ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে স্ত্রী পনি বার্মাকে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খবরটি প্রকাশ নিজেই নিশ্চিত করেছেন।

অভিনেতা জানান, তার ছেলে বেদান্ত চেয়েছিল বাবা-মায়ের বিয়ের সাক্ষী হতে। সেজন্যই এই অভিনব পন্থা অবলম্বন। টুইটারে প্রকাশ রাজ লিখেছেন, ‘আমাদের ছেলের জন্য আজ রাতে আমরা আবার বিয়ে করলাম। বেদান্ত চেয়েছিল সাক্ষী থাকতে।’

উল্লেখ্য, ২০১০ সালের ২৪ আগস্ট পনি বার্মাকে বিয়ে করেছিলেন প্রকাশ রাজ। এই সংসারের পুত্র বেদান্ত। এর আগে ১৯৯৪ সালে ললিতা কুমারীকে বিয়ে করেছিলেন প্রকাশ। এই সংসারে জন্ম হয় মেঘনা ও পূজার। সেই বিয়ে ভেঙে যায় ২০০৯ সালে।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মাধ্যমেই প্রকাশ রাজ জনপ্রিয়তা লাভ করেছেন। তবে হিন্দি সিনেমাতেও তার সাফল্য উল্লেখযোগ্য। নন্দিত এই অভিনেতা ৫ বার জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ৬টি নন্দি পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার, ৮টি তামিলনাডু স্টেট ফিল্ম পুরস্কারসহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে।

কেআই

Link copied