কেন বিচ্ছেদ হয়েছিল যুবরাজ-কিমের?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২ এএম


কেন বিচ্ছেদ হয়েছিল যুবরাজ-কিমের?

ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের রসায়ন সবসময়ই আলোচনার অন্যতম বিষয়। যুবরাজ সিংহ এবং ‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী কিম শর্মার প্রেমের কথা কারও অজানা নয়। বেশ কয়েক বছর আগে তারা সম্পর্কে জড়িয়েছিলেন। মনে করা হয়েছিল, এ সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আলাদা হয়ে যান যুবরাজ এবং কিম।

অনেকেই বলেন, যুবরাজকে নিয়ে কিমের বেশি মাতামাতির কারণে সম্পর্ক টেকেনি। কেউ কেউ আবার ক্রিকেটারের মা শবনম সিংহকে বিচ্ছেদের কারণ হিসেবে চিহ্নিত করেন। কিমকে নাকি পুত্রবধূ হিসেবে পছন্দ করতেন না শবনম। এসবই জল্পনা। নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

এরপর পেরিয়ে গেছে অনেক বছর। ২০১৬ সালে অভিনেত্রী হেজল কিচকে বিয়ে করেন যুবরাজ। অন্যদিকে কিমও টেনিস খেলোয়াড় লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু যুবরাজ-কিমের প্রেম-বিচ্ছেদের আখ্যান আজও আলোচনার টেবিলে।

সূত্র: আনন্দবাজার

এসএসএইচ

Link copied