জুহির ফিরিয়ে দেওয়া ছবিতে কারিশমার বাজিমাত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২১, ০৮:০০ এএম


জুহির ফিরিয়ে দেওয়া ছবিতে কারিশমার বাজিমাত

জুহি চাওলা। এ বলিউড তারকার ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে গেছে। দীর্ঘ পেশাগত জীবনে অসংখ্য মাইলফলক তার। কাজ করেছেন বলিউডের বিখ্যাত নায়ক, পরিচালকদের সঙ্গে। যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন।

তবে এমন বেশকিছু ছবি আছে, যা অবলীলায় ফিরিয়ে দিয়েছেন জুহি। পরে সেই ছবির ভান্ডারই উপচে পড়েছে বক্স অফিসে। অভিনেত্রীর জন্মদিনে ফিরে দেখা যাক সেই সব ছবির তালিকা।

দিল তো পাগল হ্যায় : এ ছবিতে কারিশমা কাপুরের অভিনীত চরিত্রটির জন্য জুহিকে চেয়েছিলেন যশ। কিন্তু সেই সময় পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন জুহি।

dhakapost

রাজা হিন্দুস্তানি : কারিশমা কাপুরের ছবির দীর্ঘ তালিকায় জ্বলজ্বল করে এ ছবির নাম। আমির খানের বিপরীতে ভাবা হয়েছিল জুহিকে। তার আগেই ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর মতো সফল ছবি করেছিলেন এ জুটি।

দিল পে মত লে ইয়ার : হনশল মেহতা পরিচালিত এ ছবিতে মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জুহি। কিন্তু শেষ মুহূর্তে এ ছবি থেকে সরে আসেন তিনি।

বাস্তব : ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবি সাড়া ফেলেছিল বলিউডে। সঞ্জয় দত্তের সঙ্গে শিল্পা শিরোদকরের রসায়নও উঠে এসেছিল চর্চায়। কিন্তু শিল্পা নন, সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে জুহি ছিলেন নির্মাতাদের প্রথম বাছাই। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ছবিতে কাজ করেননি জুহি।

dhakapost

কভি হাঁ কভি না : শাহরুখের সঙ্গে একাধিক সফল ছবি করেছেন। কিন্তু এ ছবিতে প্রিয় বন্ধুর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করেন জুহি।

নিজের ‘ভুল’ সিদ্ধান্ত নিয়ে আফসোস ছিল জুহির। কমবয়সী ‘জুহি চাওলা’-কে উপদেশ দেওয়ার সুযোগ পেলে দম্ভ কমাতে বলতেন— নিজ মুখেই স্বীকার করেছেন অভিনেত্রীই।

dhakapost

তবে অতীতের সিদ্ধান্ত নিয়ে এখন আর ভাবতে রাজি নন ‘ইয়েস বস’-এর নায়িকা। নিজের পছন্দ মতো কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন সাবেক মিস ইন্ডিয়া।

২০১৮ সালে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে শেষ বার দেখা যায় তাকে।

সূত্র: আনন্দবাজার

এসএসএইচ

Link copied