ঘুষের বিনিময়ে বলিউডে সুযোগ পেয়েছিলেন রণবীর!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম


ঘুষের বিনিময়ে বলিউডে সুযোগ পেয়েছিলেন রণবীর!

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। এ পর্যন্ত উপহার দিয়েছেন অনেকগুলো জনপ্রিয় ও আলোচিত সিনেমা। আর এই অভিনেতাকে নাকি টাকার বিনিময়ে বলিউডে সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস। সম্প্রতি অভিনেতা এবং স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান এমনই দাবি করেছেন।

‘বান্টি অউর বাবলি ২’ সিনেমা সমালোচনা করতে গিয়ে আচমকাই রণবীরের প্রসঙ্গ টেনে আনেন তিনি।

জোর গলায় কমল আর খান দাবি করেন, আদিত্য চোপড়া রণবীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার থেকে ২০ কোটি টাকার বিনিময়ে নাকি তাকে নিজেদের সিনেমায় সুযোগ দিয়েছিল যশরাজ ফিল্মস।

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল বিট্টু শর্মার চরিত্র করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসাও।

কিন্তু কেআরকে-র মতে, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’।

উল্লেখ্য, এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমান খানের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু সিনেমার প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে তোপ দাগতে ছাড়েননি তিনি। এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সালমান।

সূত্র : আনন্দবাজার

আরআইজে

Link copied