বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা: নওয়াজউদ্দিন সিদ্দিকী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম


বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা: নওয়াজউদ্দিন সিদ্দিকী

প্রথম সারির অভিনেতা হলেও বলিউডের কোনো পার্টিতে তেমন যান না নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিন্তু কেন? 'স্যাক্রেড গেমস' অভিনেতা নিজেই দিয়েছেন সেই জবাব। বলেছেন, ‘এইসব পার্টিতে প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।'

নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘বেশিরভাগ সিনেমায় যে ধরণের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সেরকমই। সবাই বলে সিনেমায় আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবসম্মত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।' এক সাক্ষাৎকারে খোলাখুলি এসব কথা জানিয়েছেন অভিনেতা।

কোনও লুকোছাপা না করে এই তারকা আরও জানান, ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই সহ্য করতে পারেন না। আর ঠিক এই কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে তার অনীহা।

নওয়াজের কথায়, 'পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিপাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। ভন্ডামিতে ভরা, যা আমার একদম পছন্দ না।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরআইজে

Link copied