বনানী কবরস্থানে ওয়াসিমের দাফন সম্পন্ন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল ২০২১, ০৪:২৪ পিএম


বনানী কবরস্থানে ওয়াসিমের দাফন সম্পন্ন

বনানী কবরস্থানে সমাহিত করা হলো প্রয়াত অভিনেতা ওয়াসিমকে। এর আগে গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে।

১৭ এপ্রিল (শনিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় ওয়াসিমের। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক। 

ওয়াসিম কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থা এমন দাঁড়ায় তিনি হাঁটতেও পারছিলেন না। বিছানায় শুয়েই দিন কাটছিল তার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

Dhaka Post
ওয়াসিম

উল্লেখ্য, ১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় ওয়াসিমের অভিষেক। নায়ক হিসেবে যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। এক সময় বাণিজ্যিক সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি।

ওয়াসিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি। 

এমআরএম

Link copied