পাঁচ বছর পর শাকিব খানের সিনেমায় ন্যানসি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ জুন ২০২১, ০৫:০৯ পিএম


পাঁচ বছর পর শাকিব খানের সিনেমায় ন্যানসি

সর্বশেষ ২০১৬ সালে শাকিব খান অভিনীত ‘বসগিরি’ সিনেমায় গান করেছিলেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। ‘ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো’ গানটি তখন বেশ জনপ্রিয়তাও পায়। ইমরানের সঙ্গে ন্যানসির দ্বৈত গাওয়া গানটি কোটি ভিউয়ার পায় ইউটিউবে।

দীর্ঘ পাঁচ বছর পর আবারও শাকিবের খানের সিনেমায় শোনা যাবে ন্যানসির কণ্ঠ। ‘অন্তরাত্মা’ সিনেমার এই গানটিতের শিরোনাম ‘রাখি যত্নে সারাদিন’। এতে ন্যানসি দ্বৈত কণ্ঠ দিয়েছেন সমজিৎ রায়ের সঙ্গে। পর্দায় গানটির সঙ্গে শাকিব খান ছাড়াও ঠোঁট মেলাবেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।

১৩ জুন (রোববার) রাজধানীর একটি স্টুডিওতে ন্যানসি-সমরজিতের কণ্ঠে গানটির রেকর্ডিং করা হয়। কলকাতার গীতিকার ঋতম সেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সেখানকার নন্দিত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। রেকর্ডিংয়ের সময় সিনেমার পরিচালক পরিচালক ওয়াজেদ আলী সুমনও উপস্থিত ছিলেন।

ন্যানসি বলেন, ‘বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক মান-অভিমান নিয়ে গানটির গল্প। সুরটিও চমৎকার। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

সমরজিৎ বলেন, ‘এটিই আমার গাওয়া প্রথম বাংলাদেশি প্লেব্যাক। সিনেমাটির প্রযোজক ড. সোহানী হোসেন আপার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তিনিই আমাকে সুযোগটি করে দিয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

বর্তমানে ভারতে ‘অন্তরাত্মা’র পোস্ট প্রডাকশনের কাজ চলছে। করোনা পরিস্থিতি ভালো থাকলে আগামী ঈদেই সিনেমাটি মুক্তি পেতে পারে।

আরআইজে

Link copied